সিবিইইউ-সাস্টিয়ান এর গৃহনির্মাণ সামগ্রী ও অর্থ বিতরণ


স্টাফ রিপোর্টার::
সদর ও শান্তিগঞ্জ উপজেলার বন্যা ক্ষতিগ্রস্থ ৮ টি পরিবারকে ২ বান্ডেল (১৬ পিছ) করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে সাস্টিয়ান সুনামগঞ্জ ও শেভরন বাংলাদেশ এমপ্লয়ীজ এসোসিয়েশন। মঙ্গলবার শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের সদরপুর গ্রামের ৪টি, পৌরসভার সুলতানপুর গ্রামের ৩টি এবং ওয়েজখালির ১টি পরিবারকে সাস্টিয়ান সুনামগঞ্জ এর ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এসব উপহার তুলে দেয়া হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেভরন এমপ্লয়ীজ ইউনিয়নের সাংগঠনিক স¤পাদক প্রকৌশলী কাজী তাওহীদুল ইসলাম (রোমান), সাস্টিয়ান মোহাম্মদ গোলাম আজাদ, মখলিছুর রহমান পারভেজ, সাস্টিয়ান সুনামগঞ্জের সভাপতি সাহেরীন আহমদ চৌধুরী মিশুক, সহসভাপতি দিলোয়ার হোসেন সুমন, সাংগঠনিক স¤পাদক শরীফ সোহাগ, সমাজকল্যাণ স¤পাদক ইউসুফ বিন আকিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ স¤পাদক অনিস তালুকদার বাপ্পু,শান্তিগঞ্জ উদীচী সভাপতি শ্যামল দেব ও সংস্কৃতিকর্মী চিনু চক্রবর্তী। উল্লেখ্য ২০১২ সালের ৮ই আগস্ট আনুষ্ঠানিক পথ চলার পর থেকে সাস্টিয়ান সুনামগঞ্জ একের পর এক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুনঃ