স্টাফ রিপোর্টার::
দোয়ারাবাজারে মুদি দোকানে দেদারসে বিক্রি হচ্ছে সার ও কীটনাশক। ফলে ঝুঁকিতে রয়েছে জনস্বাস্থ্য। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজারে মুদি দোকানে প্রকাশ্যে এসব বিক্রি হলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তথা আইন প্রয়োগকারী সংস্থার সাক্ষীগোপালের ভূমিকায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? সরেজমিনে উপজেলার বগুলাবাজার গিয়ে দেখা যায়, মুদি ও মনোহরি দোকানে শিশু খাবারের সাথে গ্যালারিতে সাজানো রয়েছে কৃষিকাজে ব্যবহৃত উচ্চ ক্ষমতাস¤পন্ন বিভিন্ন প্রকার সার ও কিটনাশক। এ সময় বাজারের মেসার্স ফাতেমা ষ্টোরের স্বত্বাধিকারী হুমায়ুন কবির মুদি, মনোহরি দোকানে শিশুদের খাবারের পাশাপাশি সার ও কীটনাশক বিক্রির কথা স্বীকার করে বলেন, আমার কিটনাশক বিক্রির লাইসেন্স আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাজারের অনেক ব্যবসায়ী জানান, কিছু শর্ত সাপেক্ষে কীটনাশক বিক্রির লাইসেন্স আমাদেরকে দেওয়া হয়। তবুও উপজেলার বিভিন্ন হাটবাজারে এসব আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে মুদি ও মনোহরি দোকানে সার ও কীটনাশক দেদারসে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে দ্রুত খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।