শান্তিগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল বারেক, শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, শিক্ষক মানিক লাল চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ