দুর্লভপুর সংলগ্ন সুরমা নদীতে চলন্ত বালু ও পাথরবাহী নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে প্রভাবশালীরা

স্টাফ রিপোর্টার ঃ
জামালগঞ্জের দুর্লভপুর সংলগ্ন সুরমা নদীতে চলন্ত বালু-পাথরবাহী নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে একটি সংঘবদ্ধচক্র। প্রতিদিনি বালু ও পাথরবাহী নৌকা থেকে ৬ শত টাকা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদার সিন্ডিকেট। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুর্লভপুর ঘাট এলাকায় টুল আদায় করে ইজারাদার ওয়াহিদ আলী। এছাড়া চলন্ত বালু ও পাথারবাহী নৌকা থেকে অবৈধভারে ৬ শত টাকা আদায় করছে ইজারাদারের লোকজনই। টাকা না দিলে হয়রানীর শিকার হতে হয়। আমরা সাধারন ব্যবসায়ী অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধের দাবী জানাই। এদিকে ইজারাদার ওয়াহীদ আলী বলেন, আমরা প্রশাসন থেকে ৬৫ লাখ টাকায় ইজারা এনেছি এবং বৈধভাবে টুল আদায় করা করছি। আমরা চলন্ত নৌকা থেকে চাঁদা আদায় করি না। উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিৎ দেব বলেন, এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসছে এবং তাদের সতর্ক করে দিয়েছি। অবৈধভাবে চাঁদাবাজী করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ