তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মানে গণশুনানী কার্যক্রম সমাপ্তি

শওকত হাসান, তাহিরপুরঃ-
তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মানে গণশুনানী কার্যক্রম সমাপ্তি হয়েছে। গত সোমবার দিনব্যাপী উপজেলার বালিজুরী, বাদাঘাট ও তাহিরপুর সদর ইউনিয়নে পৃথক পৃথক ভাবে গণশুনানীর মধ্য দিয়ে এ কার্যক্রমের সমাপ্তি করা হয়। গণশুনানী কার্যক্রমে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। ২০২২-২০২৩ অর্থ বছরের হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, সংস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এ গণশুনানী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গণশুনানী কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরে কর্মরত উপসহকারী প্রকৌশলী মো. শওকত উজ্জামান, উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক আলমগীর খোকন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন, ইউপি সদস্য জয় রায়, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ। এছাড়াও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য, প্রতিটি ইউনিয়নের কৃষক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণশুনানীতে বিগত বছরের পানি উন্নয়ন বোর্ডের নির্মানাধীন প্রকল্পের পাশাপাশি হাওর এলাকার কৃষকদের দাবীর প্রেক্ষিতে নতুন নতুন প্রকল্পের সুপারিশ গ্রহণ করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, সোমবার বালিজুরী, বাদাঘাট ও তাহিরপুর সদর ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে গণশুনানী কার্যক্রম সমাপ্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ