শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধি-
২০২০ ও ২১ সালে বৈশ্বিক করোনা মহামারির কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় কিছুটা ধাক্কা খেলে কোমলমতি শিক্ষার্থীরা অনেকটা পরীক্ষা বিমূখ হয়ে পড়ে। ওইসব কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দিপনা ও সাহস যোগাতে শাল্লা উপজেলার ১৮জন সম্মানিত শিক্ষকের আয়োজনে শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬নভেম্বর সকাল সাড়ে ১০টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং, নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং সুনামগঞ্জ
জেলার শাল্লা, দিরাই, শান্তিগঞ্জ, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এ পরীক্ষাঅনুষ্ঠিত হয়। এর আগে নির্ধারিত সময়ে ২শ ২৯জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এরমধ্যে চূড়ান্ত পরীক্ষায় ১শ ৮৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৫০ মার্কেরসংক্ষিপ্ত প্রশ্নত্তোর পরীক্ষার ১ঘন্ট ২০মিনিটের পরীক্ষা শেষে উত্তর পত্রমূল্যায়ন করে বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দু’টি ক্যাটাগরিটেলেন্টপুল ৫জন ও সাধারণ মেধায় ৫জনকে এককালীন বৃত্তি, সনদপত্র ও সন্মাননাস্মারক প্রদান করা হয়। এসময় প্রধান অথিতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, বিশেষ অথিতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সরকারী গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার তাপশ চন্দ্র রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন। তাছাড়া শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি প্রধান শিক্ষক স্বদেশ রঞ্জন তালুকতার, লিজন কুমার চৌধুরী, সূর্যলাল দাস, সুব্রত কুমার দাস, সুদীপ্ত কুমার দাস, বিজিত কুমার তালুকদার, কল্যানব্রত চৌধুরী, অরবিন্দু তালুকদার, নিউটন তালুকদার, নীরেশ চন্দ্র দাস ও সহকারী শিক্ষক চ¤পা তালুকদার, রাজনব্রত সরকার, তপন কান্তি তালুকদার, তাপশ কান্তি দাস,সীমান্ত তালুকদার ও লিংকন রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও উক্ত সংগঠনের সম্মানিত সিনিয়র সদস্য সুরঞ্জিত চৌধুরী।

নিউজটি শেয়ার করুনঃ