হত্যা মামলার আসামী বিএনপিনেতা দিরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি!


স্টাফ রিপোর্টার ঃ
সাবেক বিএনপিনেতা কামাল মিয়াকে দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করায় উপজেলা আওয়ামীলীগের তুনমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবী,জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিএনপিনেতাকে আওয়ামীলীগের উপজেলা সভাপতি করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিলের দাবী জানান স্থানীয় নেতাকর্মীরা। বিএনপি’র একটি সভায় দেখা যায়, ছবির বামে বিএনপিনেতা আসাদ উল্লাহ,আছআদ উল্লার পাশে যুবদল সভাপতি মাসুক মিয়া, ডানে যুবদলের সাধারন সম্পাদক ফারুক সরদার ও স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি গুলজার সরদার।দিরাই উপজেলা যুবলীগনেতা ও জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া বলেন, দিরাই উপজেলা আয়োমীলীগের সভাপতি যাকে করা হয়েছে তিনি প্রায় ৬ বছর আগে বিএনপি’র একজন সক্রিয়নেতা ছিলেন। তিনি গত জাতীয় নির্বাচনে জয়া সেনকে পরাজিত করার জন্য নির্বাচনী মাঠে সরব ছিলেন। কামাল মিয়াকে সভাপতি করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এবং কামাল মিয়াকে যদি বাতিল করা না হয় তাহলে আমরা পদত্যঠস করবো। আর এই বিএনপিনেতা যদি সংগঠনের সভাপতি পদে থাকে তাহলে সংগঠন থেকে পদত্যাগ করবো। দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় বলেন, বিএনপিনেতা কামালকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে মেনে নিতে পারছিনা। আমারমত তৃনমূলের নেতাকর্মীরাও মেনে নিতে পারছেনা। কামাল মিয়াকে সভাপতি পদ থেকে বাতিলের দাবী জানাই। দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎজ¦ল বলেন, কামাল মিয়া আওয়ামীলীগের কেউ নন। একটি মহল তাকে সভাপতি নির্বাচিত করে উপজেলা আওয়ামীলীগের মাঝে অসোন্তুষ সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দারা জানান, কামাল মিয়া একটি হত্যা মামলার আসামী। গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের পাশে উদির হাওরে জলমহালের দখল নিয়ে দুপক্ষে’র মাঝে সংঘর্ষ হয়। এ সময় রুহেত মিয়া নিহত হয়। মামলাটি সিআইডি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুনঃ