শান্তিগঞ্জের প্রবীন আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল্লাহ আর নেই


জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ:
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাগেরকোনা গ্রামের প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার শেখ আব্দুল্লাহ(৭৫) আর নেই। (ইন্না—— রাজিউন)। গত শনিবার রাত সাড়ে ৮ ঘটিকার সময় তাহার নিজ বাস ভবণ বাগেরকোনা গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্টজনিত রোগ সহ বিভিন্ন ধরনের রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী,৫ ছেলে ১ মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন ২০ নভেম্বর ২০২২ ইং তারিখে বাগেরকোনা গ্রামের পশ্চিমের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাহার লাশ দাফন করা হয়েছে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক আব্দুল গফফার,দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, রওশন খাঁন সাগর, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্ধ সহ প্রমুখ। এদিকে প্রবীন আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল্লাহর মৃত্যুতে এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ স¤পাদক হাসনাত হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ