সানোয়ার হোসেন, মধ্যনগর
ভারতীয় গবাধিপশু গরু’র চালান সহ পাঁচ চোরকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ ৪টি পিকআপ বোঝাই ১৯টি গরু জব্দকরণ সহ চোরকারবারিদেরকে আটক করে রবিবার ভোররাতে। বষয়টি নিশ্চিত করেন সোমবার ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক। গ্রেফতারকৃতরা হল, ধর্মপাশা থানার পাশের মধ্যনগর থানার আলীয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব, বলরামপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে ফাহিম, একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার আলুকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া, ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মাসুদ খান। ওসি জানান, মধ্যনগর থানা পাশ^বর্তী ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে পাইকুরাটি পাঁকা সড়কের উপর ওই পাঁচ চোরাকারবারির হেফাজত থেকে ৪টি পিক আপবোঝাই ১৯টি ভারতীয় চোরাচালানের গবাধিপশু (গরু) জব্দ করা হয়। জব্দকৃত পিকআপ সহ গরুর মুল্য প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। আটক পাঁচ চোরাকারবারিসহ অজ্ঞাতনামা আরো ৬ চোরাকারবারির নামে ধর্মপাশা থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার মধ্যনগর থানার মহেষখোলা, মাটিরাবন, বাঙ্গালভিটা সীমান্ত জনপদের একাধিক লোকজন জানান, সম্প্রতি মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ৪০টি ভারতীয় গরুসহ চার চোরকারবারিকে আটক করে থানায় দিয়েছেন, মামলাও হয়েছে।
মধ্যনগর থেকে নিয়ে আসা ভারতীয় গরুর চালান সহ চোরাকারবারি আটক
