সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয় কাদির, এন এস আই উপ পরিচালক কবির আহমেদ, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও নৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক শেরগুল আহমদ,তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সৈয়দ মনোওয়ার আলী, নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলো প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিটিভি প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী প্রমুখ। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সাম্প্রতিক কালে সুনামগঞ্জ সহ সারা দেশে যে বিভিন্ন মুরাল এবং অন্যান্য স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে জনমনে ভীতির সৃষ্টি করে, মানুষ আতঙ্কিত হচ্ছে। জনগনের সম্পদ, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আবার জনগনের, সরকারের অর্থ দিয়েই তা নির্মাণ করতে হয়। এগুলো এভাবে না করে এসব মুরাল কালো কাপড় দিয়ে ঢাকা যেতে পারে। আথবা সরকারের অনুমতি সাপেক্ষে ভেঙ্গে ফেলা যেতে পারে। জেলা পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বলেন, গত কদিন আগে সিলেট সুনামগঞ্জ সড়কের দাড়াখাই নামক স্থানে দুটি বাসে ডাকাতির ঘটনার পর অস্ত্র সহ ডাকাত সর্দার কে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদের ধরার জন্য ও পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ