তৈয়বুর রহমান, জগন্নাথপুর প্রতিনিধি :
দি ইসলামিক সোসাইটি সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে এর উদ্যোগে শাহলাজাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির কয়েকশত শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসায় আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১ঘটিকা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হল পরিদর্শন করেন দি ইসলামিক সোসাইটি সিলেটের সাবেক চেয়ারম্যান মুফতি আলী হায়দায়,বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট ইয়াসিন খান,দি ইসলামিক সোসাইটি সিলেটের চেয়ারম্যান আবু তাইদ,মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আব্দুল কবির,বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আজিজুর রহমান, পাটলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড সদস্য আবু সালেক শিক্ষাবিদ কবির উদ্দিন,ব্যবসায়ী শামছুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।