স্টাফ রিপোর্টার::
আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। নির্বাচনকে সামেন রেখে ভোটের মাঠ গরম রাখছেন প্রার্থীরা। এ নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ১৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন ২৫ জন প্রার্থী। জানা যায়, গত নির্বাচেন সভাপতি পদে দুই প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও শেষ বেলায় এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে এ পদে আর নির্বাচন হয়নি। এবার সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিক্ষানুরাগী, দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়। সাধারণ স¤পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল ও দৈনিক গণমুক্তি’ জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল। সহ সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেছেন, রওনক আহমদ বখত, আল-হেলাল, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জিটিভি প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার ও দৈনিক জনবানী প্রতিনিধি শাহাবুদ্দিন আহমদ। যুগ্ম স¤পাদ্দক পদে রুজেল আহমদ, ফরিদ মিয়া ও বাবুল মিয়া, কোষাধ্যক্ষ পদে শহীদনূর আহমেদ ও ফোয়াদ মনি, ক্রীড়া ও সংস্কৃতি স¤পাদক পদে রাজু আহমদ রমজান ও আব্দুল বাছির, দপ্তর স¤পাদক পদে মো. সোহেল আলম একক মনোনয়নপত্র ক্রয় করেছেন। প্রচার ও প্রকাশন স¤পাদক পদে, আরাফাত আজিজ সজিব ও আলাউর রহমান, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, একে কুদরত পাশা, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল হক, আনোয়ারুল হক ও স্বপন কুমার তালুকদার।