ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবী


স্টাফ রিপোর্টার ঃ
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজলের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে অবগত করেছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। জানাযায়, ফেনারবাক ইউনিয়নের রাজাপুর নামক স্থানে প্রধানমন্ত্রী’র আশ্রয়ন প্রকল্পের ৬৩ জন ভুমিহীন উপকারভোগীর সনদ আটকে রেখেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার। এছাড়া সরকার নির্ধারিত ইউনিয়ন পরিষদ ভবনে তিনি অফিস করেন না। এ মর্মে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করা হয়েছে। ভুক্তভোগীদের দাবী, বেআইনি সুবিধা না দেয়ার কারনেই প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের সনদ আমাদের দিচ্ছে না। আমরা এ সমস্যার সমাধান চাই। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের সনদ আটকে রাখা ও সরকার নির্ধারিত ভবনে অফিস না করাসহ নানা অনিয়মের কারনে স্থানীয় সরকার বিভাগকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ