ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা 

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭মার্চ) জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল মূলত বাঙ্গালি জাতির মুক্তির সনদ। ঐতিহাসিক ভাষণের সেই ধারাবাহিকতায় একাত্তরের ২৬ মার্চ বাঙ্গালি জাতির বহু কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়েছে। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও দিক নির্দেশনায় দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। একটি ভাষণ কিভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি ঐতিহাসিক দলিল। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে ৭ই মার্চের ভাষণ আজ বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে মুক্তির সনদে পরিণত হয়েছে। 

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কল্লোল তালুকদার চপল, শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সাজ্জাদ হোসেন নাহিদ, আব্দুল ওয়াদুদ, শাহারুল আলম আফজল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ