স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নির্দেশে প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামীলীগের সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদারের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহারের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সুনাপুর বেদেপল্লিতে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার। তীব্র শীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজাল, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ প্রমূখ। #