স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ পদপ্রার্থীদের ভোট দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি’র বক্তব্যে নোমান বখত পলিন এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
আওয়ামী লীগের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে নোমান বখত পলিন বলেন, নির্বাচন এলে অনেকে অনেক কথা বলেন। অথচ দেশের দুর্যোগ-দুর্বিপাকে কিংবা সাধারণ মানুষের বিপদে তাদের সারা বছর দেখা যায় না। ভোট এলে যারা বড় বড় কথা বলেন তাদের বলবেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ বড়-বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হয়েছে। দেশে শতশত সেতু, শত মহাসড়ক, ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোমান বখত পলিন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হুসেন নাহিদ, শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি শিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, বিশ্বম্ভপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক দিলিপ বর্মন, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা তানজিল রহমান, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।