ডলুরা শহীদ মিনারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন 

স্টাফ রিপোর্টার:: ৪৮ জন মহান শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত সুনামগঞ্জ সদর উপজেলার অন্তর্গত জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের স্মরণে ডলুরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড স্বপন রায় সপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড মাহবুবুল হাসান শাহিন, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হুসেন নাহিদ, অ্যাড আব্দুল ওদুদ, শাহিন রেজা, শাহারুল আলম আফজাল, জেলা সেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ঝন্টু তালুকদার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহীন হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইফতি বখত, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময়, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, দুলাল মিয়া, সদর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মধু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ