স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়নের হিন্দু সম্পত্তি অনিল দাসের জায়গা দখলের পায়তারা চলছে। উক্ত বিষয়ের আলোকে অনিল বরন দাস গত ০৪-১২-২৩ ইং তারিখে জামালগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজন করেন, লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত হাজী আব্দুল বারী চৌধুরীর ছেলে জামালগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ফরহাদ চৌধুরী গত সেটেলমেন্ট জরিপে অনিল বরণ দাস পারিবারিক কাজে বাহিরে অনুপস্থিত থাকার সুযোগে তার নিজ রেকর্ড জায়গা অনিয়ম করে রেকর্ড করেন। বিষয়টি পরে অনিল বরণ দাস জানতে পেরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ নং-১৪৫৩। জমির তফসিল মৌজা পলক,জেএল ৫৭ হাল ৩৬ দাগ এস এ ১৬০ আর এস ৩৮৭ জমির পরিমাণ ০.৩৫ শতক উক্ত ভুমি ফরহাদ চৌধুরী পলক উত্তর পার জামে মসজিদের নামে রেজিস্ট্রী করে দেন। শান্তি প্রিয় জামালগঞ্জে সাম্প্রদায়িক বিনষ্টের পায়তারা লিপ্ত রয়েছে। নিরুপায় হয়ে অনিল বরণ দাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও ভুমি উদ্ধারের সুদৃষ্টি কামনা করছেন।