নৌকা প্রতীকের পক্ষেই কাজ করবে জেলা ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠন- সভায় সংগঠনের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ সাদিক এর সাথে মতবিনিময় সভা করেছে জেলা ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের সভাপতি মাইনুদ্দীন খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। তিনি বলেন, সুনামগঞ্জ-৪ আসনের নেতা কর্মীদের দাবি ছিল জেলা সদরের এই আসনে যেন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। আমাদের দাবি রক্ষা করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এখন আমাদের দায়িত্ব ড. সাদিক কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে দলীয় সভানেত্রীকে আসনটি উপহার দেওয়া। আমার আশাবাদী ইনশাআল্লাহ বিপুল ভোটে নৌকার বিজয় হবে।
সভায় আ.লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক বলেন, আমি ধুলি মাখা পথে, কাঁদা মাটিতে বড় হয়েছি। আমি আপনাদের হৃদয়ের ভাষা বুঝি। আপনাদের দুঃখ দূর করতে না পারলেও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শেয়ার করতে পারবো। এজন্য আগামী ৭ জানুয়ারি সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে যেন নৌকা তুলে দিতে পারি সেই প্রত্যাশা করছি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহসভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজ্বী আবুল কালাম। এসময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, যুব ও ক্রীড়া সম্পাদক স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য আব্দুল ওদুদ, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় সহ জেলা ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন