স্টাফ রিপোর্টার:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার’র সমর্থনে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ, আসাদুজ্জামান সেন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুছ ছোবাহান আখঞ্জি, জেলা আওয়ামী লীগের সদস্য ও বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মিয়া, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু মিয়া, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।