নির্বাচনে অংশগ্রহণ ছাড়া ক্ষমতায় আসা অসম্ভব- পলিন

হাজার-হাজার নেতাকর্মী নিয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছেন সুনামগঞ্জ-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

তানভীর আহমেদ::
সুনামগঞ্জ-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশের অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন পর্যন্ত দিয়েছেন সুতরাং আমরা সংবিধান থেকে এক ইঞ্চি সরে দাঁড়াবো না। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া দেশে কোনো ভাবেই ক্ষমতায় আসা সম্ভব না।

নোমান বখত পলিন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এখনও সময় আছে নির্বাচনে আসুন। আপনারা (বিএনপি) অনেক পেছনে পরে গেছেন। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে দেখুন জনগণ কতটুকু সমর্থন করে। নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করুন। নেত্রী বলেছেন, আপনারা যদি নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে নেত্রী স্ব-ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দিবেন। এর চেয়ে বেশি আপনারা কি আশা করেন? জ্বালাও-পুড়াও, বিশৃঙ্খলা ও ভয় দেখিয়ে সংবিধান থেকে আওয়ামীলীগকে সরানো যাবে না। জ্বালাও পুড়াও দেশের জনগণ বিশ্বাস করে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে উল্লেখ করে নোমান বখত পলিন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত যে অপপ্রচার চালাচ্ছে তাদের স্পষ্ট বলে দিতে চাই এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং জননেত্রী শেখ হাসিনা থাকবেন সরকার প্রধান এটাই শেষ কথা।

বুধবার বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে নোমান বখত পলিন এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন হাজার-হাজার নারী-পুরুষ, তরুন-তরুণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। মিছিলটি সুনামগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্টেশন হয়ে পুনরায় পৌর চত্বরে শান্তি সমাবেশে মিলিত হয়।

পলিন বলেন, আজকে সুনামগঞ্জের শান্তি প্রিয় মানুষকে নিয়ে এমন এক সময় একত্রিত হয়েছি, যখন বিএনপি জামাতেরা সারা বাংলাদেশে আগুন সন্ত্রাসের পঁয়তারা করছে। তারা (বিএনপি) আবারো সারা বাংলাদেশসহ সুনামগঞ্জেও চোরাগোপ্তা হামলা করেছে। তারা স্কুল-কলেজ বন্ধ করে দিতে চাচ্ছে, আমরা সুনামগঞ্জের সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি ও জামাতের সেই অপচেষ্টাকে প্রতিহত করতে রাজপথে আছি।

অবরোধের প্রতিবাদে পলিন বলেন, সুনামগঞ্জে হরতাল-অবরোধের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা চোরাগুপ্তা হামলা করতে আসলে জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করবো। কেউ যদি আমাদের উন্নয়নের উপর হামলা করতে চায়, উন্নয়ন কর্যক্রমে বাঁধা দিতে আসে আমরা বসে থাকবো না, আমরাও পাল্টা আক্রমণ করবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নোমান বখত পলিন বলেন, বিদেশে বসে থেকে রাজনীতি হয় না। সাহস থাকলে দেশে আসুন। আপনি বারবার নেতাকর্মীদের বলেন রাজপথে থাকার জন্য কিন্তু রাজপথে আপনারই দেখা পাওয়া যায় না। আপনি বিদেশে বসে আরাম-আয়েশ করে জীবনযাপন করছেন, আপনার সন্তানদের লেখাপড়া করাচ্ছেন আর ইন্টারনেটের মাধ্যমে যে অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তা কখনো সফল হতে দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেফু, দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল ইসলাম শাহিন, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সদস্য শাহীন রেজা, শাহারুল ইসলাম আফজাল, সদস্য শাহীন হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেব চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিক তপন, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সেরুল, পৌর আ.লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সঞ্জীব তালুকদার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমেদ, অ্যাড. পারভীন আক্তার রেখা, অ্যাড. সজিব, অ্যাড. সাজ্জাদ, অ্যাড. তনয়, অ্যাড. রনি, অ্যাড. সোহেল, অ্যাড. জোবায়ের, অ্যাড. নূর আলম, অ্যাড. তিলক, অ্যাড. বেলাউল, অ্যাড. আরিফুর রহমান ঝিনুক, সেচ্ছাসেবক লীগ নেতা এবি. সিদ্দিক পল, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী, বীর মুক্তিযোদ্ধা জনাব অরুন (মেম্বার), জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, হানিফ মিয়া সাবেক জেলা ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক প্রিয়ম দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ উল আহমেদ খোরশেদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক গৌরব বণিক, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ