আওয়ামীলীগ সরকার নির্বাচনমুখী সরকার- পরিকল্পনামন্ত্রী


স্টাফ রিপোর্টারঃ
জনগণ কথিত অবরোধ কর্মসূচি প্রত্যাক্ষান করেছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দেশের সকল রোডে যানবাহন চলাচল করছে। অবরোধের কারনে দেশে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচন্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে যাঁরা তাঁদের প্রতিরোধ করা হবে জনগণকে সঙ্গে নিয়ে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি আরও বলেন, নির্বাচন অবশ্যই হবে নিয়মমতো, সময়মতো। নির্বাচন প্রতিহত করা যাবে না। অতীতে তাঁরা এই চেষ্টা করে ব্যার্থ্য হয়েছিল এবং এবারো হবে। আওয়ামীলীগ সরকার নির্বাচনমুখী সরকার বলে জানান মন্ত্রী। জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সংকরপুর গ্রামের পাইপ লাইনে বিশুদ্ধ পানি সরবরাহ লাইনের উদ্বোধন কালে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। গ্রাম হবে শহর প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও পাইপ লাইনে বিশুদ্ধ পানির লাইন সংযোগ দেয়ার কাজ উদ্বোধন করেন মন্ত্রী। ইউনিয়নের সাত গ্রামের ৭ শত বাড়িতে সংযোগ দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে ১২ পরিবারের মধ্যে পানির লাইন দেয়া হবে। এসময় মন্ত্রী সরকারের স্থানীয় ও জাতীয় উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরেন। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলার নয়া বন্ধর বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। এসময় তিনি বলেন, বিএনপি জ্বালাওপোড়াও রাজনীতি করে এবং আওয়ামী লীগ করে উন্নয়নের রাজনীতি, তাঁরা ধর্মের অনুভূতি নিয়ে রাজনীতি করে আমরা আমাদের সরকার শেখ হাসিনার সরকার ধর্ম চর্চা করে। এর শতশত উদাহরণ জনগণের সামনে এখন দৃশ্যমান। শেখ হাসিনার সরকারের এই রাজনীতির কাছে বিএনপি ও তাদের সমমনা দল মার খেয়ে গেছে। সুতরাং তাঁরা আর ভোটের মাঠে টিকতে পারবেনা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিদ্দিক আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও সায়েদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক, রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ভূমি দাতা আব্দুস সাত্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ