চিনি ছিনতাইয়ের ভিডিও ধারন করায় সাংবাদিক মান্নার উপর হামলা, মোবাইল ও টাকা নিয়ে গেছে দুবৃত্তরা


স্টাফ রিপোর্টার:
চিনি ছিনতাইয়ের ভিডিও ধারন করায় সাংবাদিক মান্না হামলার স্বীকার হয়েছেন। এ সময় তার মোবাইল ও টাকা নিয়ে গেছে দুবৃত্তরা। গত ৪ অক্টোবর ভোরে শহরের মেজর ইকবালের বাসার সামনে এ ঘটনা ঘটে। জানাযায়, গত ৪ অক্টোবর রাতে বিশ্বম্ভরপুর থেকে ডিআই ট্রাকে চিনি নিয়ে যাওয়ার পথে শহরের হাছন তোরেেণ পাশে ট্রাক থামিয়ে চিনির বস্তা ছিনতাই করছিল শহরের উঠতি বয়েসর কয়েকজন যুবক। এ সময় সাংবাদিক মান্না চিনি ছিনতাইয়ের ভিডিও ধারন করে ফিরে আসে। পরে ঐদিন সকাল ৬ টায় সাংবাদিক মান্না পানসি রেস্টুেেরন্ট থেকে নাস্তা করে বাসায় যাওয়ার পথে আরপিননগরের মেজর ইকবালের বাসার সামনে চিনি ছিনতাইকারী সিন্ডিকেটের ১০/১২ জন মিলে সাংবাদিক মান্নার উপর হামলা করে এবং তার হাতে থাকা মোবাইল, ৫০ হাজার টাকা ও আইডি কার্ড নিয়ে যায়। আরমানুল সিদ্দিক মান্না বলেন, রাস্তায় গাড়ী থেকে চিনি ছিনতাইয়ের ভিডিও করার কারনেই আমার উপর হামলা করে মোবাইল, আইডি কার্ড ও টাকা নিয়ে যায়। ছিনতাইকারীরা আমার পরিচিত, তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশ রাব্বি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ