বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা


স্টাফ রিপোর্টার :
সহস্রাধিক প্রতিযোগীর উপচেপড়া ভীড়ের মধ্যে দিয়ে সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জননেতা নোমান বখত পলিনের ব্যক্তিগত উদ্যোগে উক্ত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নোমান বখত পলিন। অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম শেফু,এডভোকেট চান মিয়া,এডভোকেট শুকুর আলী,এডভোকেট আব্দুল অদুদ,এডভোকেট বিমান রায়, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার,পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক সৈকতুল ইসলাম শওকত,দপ্তর সম্পাদক লিটন সরকার,আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি আল-হেলাল, কবি শামসুল কাদির মিছবাহ ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য উৎসবমুখর পরিবেশে প্রতিযোগীতাস্থলে উপস্থিত হন। পৌর চত্বরে সকলের ঠাই না হওয়ায় পৌরভবনের ছাদে,৩য়-১ম তলায় এবং পৌরসভার প্রতিটি হলরুমে বসে প্রতিযোগীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় অংশ নেয়। জননেতা নোমান বখত পলিন বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ প্রজন্মের শিশু কিশোরদের আগ্রহ দেখে আমি সত্যিই অবাক। কোন ধরনের প্রচার ছাড়াই এত এত শিশু কিশোরদের নিয়ে তাদের অভিভাবকরা প্রতিযোগীতায় অংশ নিয়েছেন। এ থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি নতুন ম্যাসেজ পাচ্ছি আমরা। আসলে এই প্রজন্মও চায় জাতির জনকের আদর্শকে নিয়ে পথ চলতে। তাই প্রজন্মের প্রয়োজন পূরন করে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ১৫ আগস্টে শহীদ জাতির জনকসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত প্রধানমন্ত্রী জননেত্রীসহ মুজিব পরিবারের সকলের প্রতি তার শ্রদ্ধা ও সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুনঃ