ঢাকায় বসে নয়, সুনামগঞ্জে থেকেই রাজনীতি করবো- পলিন

অবরোধের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, আপনারা জানেন জেলা আওয়ামীলীগের একটি ছোট্ট অংশ যারা ঢাকায় বসে রাজনীতি করেছেন। তারা ঢাকায় বসে দলের নেতাকর্মীদের নিয়ে মিটিং করার জন্য ঢাকায় মিটিং আহ্বান করেছেন। যার কারণে, তাদের বাদ দিয়ে নতুন করে জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। আমরা কমিটি পাওয়ার পর থেকেই সুনামগঞ্জের মানুষকে সাথে নিয়ে সুনামগঞ্জে বসেই রাজনীতি করছি। তিনি বলেন, আমরা ঢাকায় বসে রাজনীতি করবো না, ঢাকায় কোনো মিটিং আহ্বান করবো না। কমিটি হওয়ার পর থেকেই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি পালন করে আসছি। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন কে ঘিরে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমরা তা মোকাবিলা করার জন্য সব সময় প্রস্তুত আছি। রবিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন আরও বলেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ তথা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে যেভাবে মানুষ সারা দিচ্ছে, বিএনপি হরতাল বা অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে তার প্রভাব সুনামগঞ্জে বিন্দু মাত্র পরেনি। সুনামগঞ্জ একটি শান্তির শহর, এই শহরের সব কিছুই পূর্বের ন্যায় স্বাভাবিক রয়েছে। মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড মাহমুদুল হাসান শাহিন, দপ্তর সম্পাদক অ্যাড বিমান কান্তি রায়, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, পৌর আওমীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা আ.লীগের সদস্য সাজ্জাদ হুসেন নাহিদ, সদস্য শাহারুল আলম আফজাল, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তন্ময় দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ