সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচনী আমেজ, নির্বাচন ৩১ আগস্ট

স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের সাংবাদিকদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’ নির্বাচন ৩১ আগস্ট। গতকাল বুধবার সকালে রিপোর্টার্স ইউনিটি’র হলরুমে লতিফুর রহমান রাজু’র সভাপতি ও হিমাদ্রি শেখর ভদ্রের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা তথ্য অফিসার আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার হিসেবে রয়েছেন লতিফুর রহমান রাজু, হিমাদ্রি শেখর ভদ্র, এ কে পাশা। নির্বাচনে ২৫ আগস্ট দ্দক্রবার সন্ধ্যা ৬- রাত ১০ পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি, ২৬ আগস্ট শনবিার সন্ধ্যা ৬- রাত ১০ টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও রাতে প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৭ আগস্ট সন্ধ্যা ৬- রাত ৯ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার এবং রাতেই চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ফি ৫ হাজার, যুগ্ম সাধারন সম্পাদক পদ থেকে সকল সম্পাদকীয় পদে ৩ হাজার, নির্বাহ সদস্য ২০০০ টাকা নির্ধারন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ