তানভীর আহমেদ::
দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জামালগঞ্জের ঐতিহ্যবাহী সাচনা বাজারে বিএনপি জামাত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আয়োজিত বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পাশাপাশি জমাত-বিএনপির ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করতে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। শান্তি সমাবেশে আগত জনতাকে উদ্দেশ্য করে সেলিম আহমেদ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখন ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণে কাজ করে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কায় ভোট দিলেই যে দেশের উন্নতি হয় সেটা আজ সর্বজনবিদিত। পরে তিনি সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। এর আগে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদের নেতৃত্বে এ শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় বিভিন্ন গ্রাম থেকে মিছিলে মিছিলে সমাবেশ স্থলে অংশগ্রহণ করেন নেতাকর্মী ও সমর্থকরা। এতে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।