ভারতীয় পণ্য আটকে রেখে চাঁদা আদায়ে সক্রিয় তরুন চাঁদাবাজ চক্র

স্টাফ রিপোর্টার ঃ
সীমান্ত বর্ডার হাটকে সুনামগঞ্জে বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট চক্র। এরা বয়সে তরুন। তরুনদের কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তাদের গডফাদাররা। এভাবেই তরুনদের ধ্বংসের মুখে ঠেলে দেয়া হচ্ছে বলে জানান সচেতন মহল। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন আগে সিহাব নামের এক চোরাকারবারীর প্রায় ৮০ লক্ষ অবৈধ ভারতীয় পণ্য আটক করেন কয়েকজন উঠতি বয়সের তরুনরা। এসব পণ্য তারা প্রশাসনের কাছে না সমজিয়ে নিজেরাই ভাগবাটোয়ারা করে নিয়ে নেন। সুত্র জানায়, সম্প্রতি সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক আটক করে কয়েকজন যুবক। পরে লাখ টাকা দিয়ে মাল ছাড়িয়ে নেন ভারতীয় পণ্যের মালিক। এদিকে বর্ডার হাট থেকে মাল খালাস পরেই শহরের উকিলাপাড়া, ষোলঘর, নবীনগর, ওয়েজখালী,মল্লিকপুর, সবজীঘাট দিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় পণ্য দেশের বিভিন্ন জায়গায় কাভার্ডভ্যান ও ছোট ছোট ট্রাক দিয়ে নিয়ে যাওয়ার পথে আটকে চাঁদা দাবী করে উঠতি বয়সের যুবকেরা। চাঁদা আদায়কে কেন্দ্র করে যেকোন সময় বড় ধরনের সংঘর্ষেও আশঙ্খা রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ