ছাতকে ১৩৮ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ১৩৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুল হাসিমের পুত্র ইউসুফ আলী (৩৫) ও পাইকপাড়া গ্রামের মুজিবুর রহমানের পুত্র সুমন মিয়া (২১)। গত সোমবার রাতে ছাতক থানা পুলিশের একটি অভিযানে ইউসুফ আলী ও সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটিভাগ এলাকার সুরমা নদীর পাড় থেকে মদসহ তাদের আটক করা হয়। পুলিশ আরো জানায় আটককৃত দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মদ মাইনুল জাকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসমীদের মঙ্গলবার (২০ জুন) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ