দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।শনিবার দিবাগত-রাত ১১ টার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরের মধ্যবাজারে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুন ধরে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মানুষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ৫টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ভস্মীভূত হওয়া দোকানগুলো হলো মেসার্স হাসান হার্ডওয়্যার, কাকন বস্ত্রালয়, বিসমিল্লাহ গামের্ন্স, মিসবাহ উদ্দিন মিলনের গুদাম ঘর, তৈমুজ আলীর কাচামালের গুদাম, সজল মিয়ার গুদাম, সুজেল মিয়ার গুদাম ঘর। মেসার্স হাসান হার্ডওয়্যার এর মালিক আসকর আলী বলেন, আমার টিনের গুদাম ছিলো এছাড়াও নির্মাণ সামগ্রীর বিভিন্ন মাল আগুনে পুড়ে ছাই হয়ে আমার প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কাঁচামাল ও ফল ব্যবসায়ী তৈমুজ আলী বলেন, আমি সিলেট থেকে প্রায় ৪০ হাজার টাকার ফল ও কাঁচামাল রেখেছিলাম গুদামে। সব মাল পুড়ে ছাই হয়েগেছে। এই ব্যবসার উপর আমি নির্ভরশীল। এখন সরকারি সহযোগিতা না পেলে আমার পরিবার পরিজন নিয়ে চলা কষ্টকর হয়ে যাবে।জানতে চাইলে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, গতরাতে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুনের বড় ক্ষতি থেকে বাজারকে রক্ষা করা হলেও ৫/৭টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে এদিকে দোয়ারাবাজার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন আগুন লাগার ব্যাপারে আমি কিছুই জানিনা । এখন চেষ্টা করতেছি প্রয়োজনীয় সরকারি বরাদ্দ সাহায্য সহযোগিতা করবো।