সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগে বিশ^ তামাকমুক্ত দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার::
“তামাক নয়, খাদ্য ফলান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণে থেকে এক র‌্যালি করা হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ সনজিত রঞ্জন তালুকদার, এমওডিসি, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আলোচনা সভায় উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসকসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপজেলা ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে নবীন চিকিৎসকবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ এর স্বেচ্ছাকর্মী উপস্থিত ছিলেন। বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, কর্তৃক তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান সংক্রান্ত সচেতনতা মূলক প্রচার-প্রাচারণা কার্যক্রম ও লিফলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ