তাহিরপুরে ইজিপিপি প্লাস প্রকল্পের কাজে সন্তুষ্ট এলাকাবাসী

তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে অতি দরিদ্রদের ইজিপিপি প্লাস কর্মসূচির আওতায় তাহিরপুর সদর ইউনিয়নের চলমান ৭টি প্রকল্পের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী। সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ইউনিয়ন পরিষদের সার্বক্ষণিক তদারকির মধ্য দিয়ে এ প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের শতভাগ উপস্থিতি ও মান সম্মত কাজের জন্য প্রশংসাও করেছে এলাকাবাসী। উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের অতি দরিদ্রদের ইজিপিপি প্লাস কর্মসূচির আওতায় তাহিরপুর সদর ইউনিয়নে ১০৮জন শ্রমিকের মাধ্যমে গত ২৮ফেব্রুয়ারি ৭টি প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পগুলো হলো- উপজেলা সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর কাচারি জাঙ্গালে মাটি ভরাট, রতনশ্রী নতুন হাটি মসজিদের সামনের জাঙ্গালে মাটি ভরাট, ভান্ডাকোনা জাঙ্গালে মাটি ভরাট, ধুতমা মসলঘাট পাকাঁ রাস্তা হইতে শের আলীর জমি পর্যন্ত মাটি ভরাট, চিকসা হাতিমের বাড়ি হইতে ওয়াজখালি রাস্তা পর্যন্ত মাটি ভরাট, লক্ষীপুর হাসপাতালের রাস্তায় মাটি ভরাট, বীরনগর সুরুজ আলীর জমি হইতে দাওয়ার জাঙ্গাল পর্যন্ত মাটি ভরাট। এলাকাবাসীর মতে, তাহিরপুর সদর ইউনিয়নের চলমান ৭টি প্রকল্পের কাজই জনগুরুত্বপূর্ণ। গ্রামের ভিতর চলাচলের রাস্তা ও জাঙ্গলগুলোর কাজ স¤পন্ন হলে জনদূর্ভোগ লাগব হবে। জাঙ্গলগুলোর কাজ স¤পন্ন হলে সামনের বছর কৃষি কাজ করতে দূর্ভোগ পোহাতে হবেনা। উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফসর আলী বলেন, এ ওয়ার্ডের ভান্ডাকোনা জাঙ্গাল ও ধুতমা মসলঘাট পাকা রাস্তা হইতে শের আলীর জমি পর্যন্ত মাটি ভরাট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ব্যবহার করে আমাদের অনেকেই জমি চাষ ও ফসল ঘরে তুলে। জাঙ্গলগুলোর অবস্থা খারাপ থাকায় আমাদের অনেক কষ্টে ফসল ঘরে তুলতে হতো। এখন শ্রমিক দিয়ে সঠিক ভাবে মাটি ভরাট করে জাঙ্গালগুলোতে মেরামতের কাজ করায় আমাদের ফসল উৎপাদনে কষ্ট পোহাতে হবেনা। শুধু ফসর আলী নন জনগুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সঠিক ভাবে চালিয়ে যাওয়ায় চিকসা গ্রামের আজিজ মিয়া জানান, আমাদের গ্রামের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রমিক দিয়ে মাটি ভরাট করে মেরামত করায় আমাদের অনেক উপকার হবে। এতো দিন রাস্তাটি মেরামত না হওয়ায় চলাচলে বিঘিœত হতো। ছেলে মেয়েদের স্কুল-কলেজে যেতে দূর্ভোগ পোহাতে হতো। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী জানান, অতি দরিদ্রদের এ কর্মসূচির আওতায় আমার ইউনিয়নের ৭টি প্রকল্পে ১০৮জন শ্রমিক কাজ করছে। এবং এ কাজগুলো যাতে সঠিক ভাবে স¤পন্ন হয় সেজন্য সংশ্লিষ্ট কাজের দায়িত্বশীল ইউপি সদস্যদের সার্বক্ষণিক নজরে রাখার নির্দেশ দেয়া আছে। তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন, প্রতিটি কাজেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের অফিস থেকে প্রত্যেকটি কাজের তদারকি করা হচ্ছে। তাহিরপুর সদর ইউনিয়নের চলমান অতি দরিদ্রদের ইজিপিপি প্লাস কর্মসূচির প্রত্যেকটা কাজ যাতে সঠিক ভাবে স¤পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি সদস্যদের বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ