স্টাফ রিপোর্টার ঃ
জামালগঞ্জের আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মুকিত তালুকদারের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুলতান আহমদ ভুইয়া, সহকারী প্রধান শিক্ষক এনায়েতুল হক, সহকারী শিক্ষক বেলাল হোসেন, জ্যেৎস্না বেগম,আনিসুর রহমান আনিস, শামিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন রামনগর গ্রামের মুরুব্বি আলাউদ্দিন, আওয়ামীলীগনেতা আঞ্জু মিয়া তালুকদার, গোলাপ মিয়া, আব্দুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে আব্দুল মুকিত তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।