গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়

স্টাফ রিপোর্টার::
জেলার গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গত এক সপ্তাহে পুলিশের বিভিন্ন অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার ও মাদক উদ্ধারসহ নিয়মিত মামলার আসামী গ্রেফতার এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের নিয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমূখ। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি গঠনের জন্য টেকসই উন্নয়ন, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে দিনরাত্রী নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে বিভিন্ন মামলায় ১২৪ জন আসামীকে গ্রেফতারের বিবরণ তুলে ধরেন। সুনামগঞ্জ জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরণের অপরাধ যেমন-চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজী, মাদক, সন্ত্রাসী কর্মকান্ড, নারী নির্যাতন, সাইবার অপরাধসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীর সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর সুনামগঞ্জ জেলা পুলিশ। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ