স্টাফ রিপোর্টার::
অনন্তপুরে অবস্থিত সানাবিল মডেল মাদ্রাসা পবিত্র রমজান মাসের প্রথম দিনে বিশাল ইফতারির মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। আশপাশের এলাকা থেকে প্রায় ৪০০ মানুষ ইফতার পার্টিতে যোগ দেয়। সানাবিল মডেল মাদ্রাসা একটি অলাভজনক সংস্থা “সানাবিল ফাউন্ডেশন, ডালাস, টেক্সাস, ইউএসএ” দ্বারা পরিচালিত হয়। ফাউন্ডেশনের লক্ষ্য মাদ্রাসায় ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয় করা। যেখানে বাচ্চারা কুরআন মুখস্থ করবে। একই সাথে গণিত, বিজ্ঞান, ইংরেজি, কম্পিউটার শিখবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সানাবিল ফাউন্ডেশন বিশ্বমানের প্রজন্ম তৈরি করতে চায়। যা শুধু সমাজে, দেশেই অবদান রাখবে না, বিশ্বের উন্নতিতেও অবদান রাখবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে দেখে ওই এলাকার লোকজন খুবই আনন্দিত। তারা সানাবিল স্বেচ্ছাসেবক দাতাদের আন্তরিকভাবে প্রশংসা করেছেন এবং তাদের ও তাদের পরিবারের উন্নতির জন্য অনেক দোয়া করেছেন। মাদ্রাসার পরিচালক শাব্বীর আহমদ ওসমানী সন্তোষ প্রকাশ করে বলেন, এই মাদ্রাসা অত্র এলাকার বাচ্চাদের সু-শিক্ষার দ্বার উন্মোচিত করবে। উল্লেখ্য যে, সানাবিল ফাউন্ডেশন পরিচালিত অনুরূপ আরো একটি প্রতিষ্ঠান যশোরের যাদবপুরে ১লা রমজান থেকে শুরু হয়েছে।