সৌদি আরবে জিম্মি হতে আমির আলী মুক্তি চায় তার স্বজনেরা

স্টাফ রিপোর্টার ঃ
সৌদি আরবে জিম্মি হতে আমির আলী মুক্তি চায় তার স্বজনেরা। এ ব্যাপারে গতকাল ২০ মার্চ ২০২৩ ইং তারিখে আমির আলী’র চাচাত ভাই মোয়াজ্জেম হোসেন সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের দামপাড়া গ্রামের আমির আলী শিপনকে বিদেশে পাঠানোর কথা বলে ৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখে ৪ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় পাশর্^বর্তী জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেেেল সাবাজ আলী,মামুন মিয়া, মরতুজ আলী, আলাআমিন, আরাফাতসহ একটি সিন্ডিকেট। আমীর আলীকে সৌদিআরবে যে কাজের জন্য পাঠায় সেই কাজ না দিয়ে বর্তমানে জিম্মি অবস্থায় রেখেছে। সাবাজ তার লোকজন দিয়ে পাসপোর্ট আত্মসাৎ করে হয়রানী করছে। এমতাবস্থায় আমির আলীকে জিম্মিদশা থেকে মুক্তি চায় তার স্বজনেরা।

নিউজটি শেয়ার করুনঃ