স্টাফ রিপোর্টার::
শহরের নতুন পাড়ায় অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠা ফারিহা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের আগে বিদ্যাপীঠের কোমলমতি শিশু শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান, নৃত্য, ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। পরে শুরু হয় আলোচনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু। প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান সেন্টুর সহধর্মীনি, ফারিহা একাডেমির পরিচালক, সুনামগঞ্জের একমাত্র নারী চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপার সার্বিক সহযোগিতায় এবং সহকারি শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ ও শিক্ষিকা দেবপ্রিয়া পালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি নুরুল হুদা মুকুট।স্বাগত বক্তব্য রাখেন ফারিহা একাডেমির প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল রজত কান্তি সোম,জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলি ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. পাপলু মিয়া। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।