তাহিরপুর প্রতিনিধিঃ-
“নিরাপদ জালানি, ভোক্তা বান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ, সমবায় অফিসার আশিষ আচার্য্য, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, দপ্তর স¤পাদক নরেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ স¤পাদক লুৎফুর রহমান লাকসাব, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাধারণ স¤পাদক এরশাদ মিয়া, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, সাধারণ স¤পাদক রেবা আক্তার, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, আব্দুল মান্নানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।