স্টাফ রিপোর্টার::
মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রব এর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুছ ছোবহান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মোতালিব, বক্তব্য রাখেন, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোকশেদ আলী ও কামাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকবর হোসেন, আবুল কাশেম আজাদ, মোহিত রঞ্জন দাশ, শেফালী বেগম, মোঃ উস্তার আলী, মোঃ মনিরুজ্জামান, আব্দুল বারী, আবু সায়েম, জাকির হোসেন, ওয়াশিম আহমেদ, নজরুল ইসলাম সহ প্রমুখ। সভা শেষে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।