তাহিরপুরে বিভিন্ন কর্মসূচীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধিঃ-
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদ্য নিয়ে তাহিরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় এবং উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশনের যৌথ বাস্তবায়নে এ উপলক্ষে একটি র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজলা পরিষদ চত্বরে মিলিত হয়। এ সময় তাহিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিক¤প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন। মহড়ায় সিলিন্ডারে আগুন লাগলে নেভানো, আগুন লাগলে বা ভূমিক¤প হলে আতংকিত না হয়ে নিরাপদে আগুন নিভানোর কলাকৌশল দেখানো হয়। উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিয়াকত আলী, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার মহসিন খান, দৈনিক কালবেলা প্রতিনিধি শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক স¤পাদক মনিরাজ শাহ প্রমুখ। এতে বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ