স্টাফ রিপোর্টারঃ
আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের শিক্ষার্থীরা। শিক্ষার উদ্দেশ্যে অর্থ উপার্জন করা এই শিক্ষা যেনো শিক্ষার্থীদের মাথায় না ঢুকানো হয়। শিক্ষার আসল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্বের বিকাশ ও জ্ঞান অর্জন করা। অভিভাবকরা তাদের সন্তানদের গোল্ডেন জিপিএ ৫ পাওয়ার জন্য সবসময় চাপ দিয়ে থাকেন। আসলে সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হলে গোল্ডেন নয় ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাকে সুযোগ দিবেন। তার চাহিদা অনুযায়ী তাকে চলাফেরা করা খেলাধুলা করার সুযোগ তৈরী করে দিবেন। সন্তানদের প্রতিযোগিতার মাঠে নামালে সে কখনো সঠিক শিক্ষা লাভ করতে পারবে না। শিশুদের তাদের শৈশব থেকে বৈঞ্চত করে শিক্ষার আলো জ্বালানে যাবে না। সোমবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় তিনি আরো বলেন, আপনার সন্তানের মেধা যদি ক্রিকেটের দিকে থাকে তাহলে তাকে সেই সুযোগ তৈরী করে দেন। আমাদের মাশরাফি, সাকিব তাদের সারাবিশ্বে চিনে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা তাদের জন্য প্রয়োজন। তাই তাদের মনের কথা জানার চেষ্টা করবেন সন্তান কি করত চায় তার ইচ্ছে কি তাকে সময় দিবেন। চাপ প্রয়োগ করে তাকে কারো মেধা কাজে লাগানো যাবে না। মেধা কাজে লাগাতে হলে তার পথে তাকে চলতে সাহায্য করবেন। এসময় তিনি বলেন সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট ছিল। আমি সংসদে শিক্ষামন্ত্রীর কাছে এই সংকট নিয়ে কথা বললে তিনি মন্ত্রনালয়ে যাওয়ার জন্য বলেন। সেখানে গিয়ে শিক্ষা সচিবের সাথে কথা বলে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদায়ন করা হয় বর্তমান শিক্ষক মো.মনসুর রহমান খানকে। এই বিদ্যালয় তার অতীত ইতিহাস ঐতিহ্য ও লেখাপড়া মানে সবমসময় এগিয়ে থাক এটা আমরা সবাই চাই। সন্তানদের সঠিক শিক্ষার মাধ্যমে তাদের জ্ঞান অর্জন করতে শিক্ষকরা সবসময় অগ্রনী ভুমিকা রাখবেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন মোতাসিম হক নাফিজ ও গীতা পাঠ করেন রাজ চক্রবর্তী। পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনসুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, রেড ক্রিসেন্টের সাধারণ স¤পাদক এড.পীর মতিউর রহমান, সাবেক প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়জুর রহমান,সহকারী প্রধান শিক্ষক দিবা সুচরিতা দাস, সহকারী প্রধান শিক্ষক প্রভাতী জলক রঞ্জন তালুকদার। সভা শেষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চত করা হয়।