স্টাফ রিপোর্টার::
ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে রায়পাড়া এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পরে রায়পাড়া মোড়ে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তারেক মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহ সভাপতি নাদির আহমদ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের সাংগঠনিক স¤পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ। সমাবেশে বক্তারা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।