স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ উওর পুর্ব অঞ্চলের বন্যায় মারাত্বক ক্ষতিগ্রস্থ জেলা গুলোতে বন্যায় আক্রান্ত ক্ষুদ্র কৃষকের জন্য পশু সম্পদ সহায়তা হিসেবে প্রকল্পের আওতায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১১টি ইউনিয়নে ২২৫৬ টি পরিবারের মধ্যে গবাদি পশুর দানাদার খাদ্য বিতরন হচ্ছে । গত ৬ ডিসেম্বর ২০২২ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় এফআইডিবি এর বাস্তবায়নে ফুড এন্ড এগ্রিকালার অর্গানাইযেশন বাই ইউনাইটেড নেশন এর অর্থয়ানে ছাতক উপজেলার ইউনিয়ন ভিওিক বিতরনের ধারাবাহিকতাইয় ছাতক সদর ইউনিয়নে ২১০ জন ক্ষুদ্র কৃষক ও কৃষানীর মধ্যে ৫০ কেজি করে গবাদি পশুর দানাদার খাদ্য বিতরন কার্যক্রমে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরেরজামান চৌধুরী এবং অনুষ্টানের সভাপতিত্ব করেন ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান । উপস্থিত ছিলেন এফআইডিবি এর পক্ষে উপজেলা রেসপন্স অফিসার ফারুক আহমেদ, ইউনিয়ন ফেসিলেটর পরশ মিয়া তালুকদার, রেমন দেব, নেসার আহমেদ, সাহারুল আলম , আব্দুল মালেক, আনোয়ার দেলোয়ার প্রমুক । ফুড এন্ড এগ্রিকালচারের প্রতিনিধি তাপসী রানী চন্দ এবং ইউনিয়ন পরিষদের সকল সদ্যস্য ও সংরক্ষিত সদ্যস্য বৃন্দ । প্রধান অতিতির বক্তব্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, এবার ভয়াবহ বন্যার আক্রান্তে সুনামগঞ্জ জেলার মানুষ এ গবাদি পশুর অনেক ক্ষতি হয়েছে । কৃষকদের মধ্যে গো-খাদ্য বিতরনে তিনি এফআইভিডিবি সহ আর্থিক সহায়তকারী সংস্থাদের প্রতি কৃতজ্ঞতা জানান।