তাহিরপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসের লোহার গ্রিল বিক্রির অভিযোগ


শওকত হাসান, তাহিরপুর::
তাহিরপুরে উপজেলা হিসাব রক্ষণ অফিসের সংরক্ষিত বোল্ট কক্ষের পুরাতন লোহার গ্রিল ভাঙ্গারী ব্যবসায়ীর নিকট বিক্রির অভিযোগ উঠেছে। গত বৃহ¯পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা হিসাব রক্ষণ অফিস ও উপজেলা সমাজসেবা অফিস এর করিডোরে গ্রিল কাটার আওয়াজ উপজেলা নির্বাহী অফিসের নাজির এর নজরে এলে তিনি ঘটনাস্থলে গিয়ে বাঁধা নিষেধ করেন এবং বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেন। উপজেলার বাদাঘাট বাজারের ভাঙ্গারী ব্যবসায়ী সাজু মিয়া বলেন, তিনি ৪০ টাকা কেজি দরে লোহার গ্রিলগুলো ক্রয় করেছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসের নাজির আব্দুর রাকিব পাঠান বলেন, তিনি ভাঙ্গারী ব্যবসায়ীকে লোহার গ্রিল কাহার নিকট থেকে কিনছেন এমন প্রশ্ন করলে ভাঙ্গারী ব্যবসায়ী সাজু মিয়া তাকে জানান তিনি হিসাব রক্ষণ অফিসে কর্মরত মো. ইয়াহিয়া নামে এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছেন। মো. ইয়াহিয়ার কাছে লোহার গ্রিল বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। যা হয়েছে অফিসের অন্য লোকজনের সাথে আলোচনা করেই হয়েছে বলে মোবাইল কেটে দেন। তাহিরপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো. শাহ আলম বলেন, তিনি বৃহ¯পতিবার দুপুরে এসে যোগদান করেই শুনতে পান হিসাব রক্ষণ অফিসের সংরক্ষিত বোল্ট কক্ষের পুরাতন লোহার গ্রিলগুলো ভাঙ্গারী ব্যবসায়ীর নিকট বিক্রির করা হচ্ছে। পরে তিনি বিক্রির কার্যক্রম বন্ধ রেখেছেন। মো. ইয়াহিয়া অফিসে কোন পদে চাকুরী করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিসে এমএলএসএস না থাকায় তাকে টুকটাক কাজ করার জন্য রাখা হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, এরকম একটি অভিযোগ শোনার পর তিনি নাজিরকে পাঠিয়ে বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছেন।

নিউজটি শেয়ার করুনঃ