তাহিরপুর প্রতিনিধি:-
তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার দু’জন কৃষকের হাতে দুটি কম্বাইন্ড হারভেস্টার তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন- উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের আব্দুল মিয়া ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামের মান্না আহমেদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।