স্টাফ রিপোর্টার ::
স্বপ্নের ঠিকানা নারী কল্যাণ সমিতির নারীদের মাঝে প্রশিক্ষণের জন্য ১০টি সেলাই মেশিন, একটি মাস্টার টেবিলসহ নগদ অর্থ বিতরণ করলেন জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিম আহমদ। সোমবার দুপুরে পৌর এলাকার আরপিননগরস্থ পৌর প্রাথমিক বিদ্যালয়ে স্বপ্নের ঠিকানা নারী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সমিতির সভানেত্রী পৌর সভার সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা চৌধুরী মণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করেন সেলিম আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হয়। কাজেই নারীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমি বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার একজন আদর্শ সৈনিক হিসেবে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো.রেজাউল করিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কেএম শহীদুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক তানভীর আহমদ, ব্যবসায়ী মিঠু আহমদ প্রমুখ।