স্টাফ রিপোর্টার ঃ
তাহিরপুর উপজেলার মল্লিকপুর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী ও সমাজসেবক আহমদ মল্লিক আর নেই। তিনি গতকাল সকাল ৮.২০ মিনিটে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ী ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহির —– রাজিউন। পরে বাদাঘাট কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। বিএনপিনেতা ও দৈনিক সুনামগঞ্জ সময়ের ভ্রাম্যমান প্রতিনিধি মাহবুব মল্লিকের পিতৃবিয়োগে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সেলিম আহমদ, সময় টিভি প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, ইউএনবি ও নাগরিক টিভি প্রতিনিধি অরুন চক্রবর্তী, দৈনিক জালালাবাদ প্রতিনিধ জসিম উদ্দিন, সাংবাদিক ফরিদ আহমদ, মোহাম্মদ নুর, রুজেল প্রমুখ।