স্টাফ রিপোর্টার ঃ
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত বলেন বর্তমান সরকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করার কাজ করে যাচ্ছে। নারীদের জন্য বিভিন্ন ভাতা যেমন বিধবা ও বয়স্ক ভাতা, পুষ্টিভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। নারীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। শেখ হাসিনার সরকার নারীদের সম মর্যাদাবোধ প্রতিষ্ঠিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। আমি আবার নির্বাচিত হলে একই নীতি অনুসরণ করবো। বুধবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব তেঘরিয়া মড়ল হাটি মহিলা যুব সংস্থার উদ্যোগে এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেছেন। স্থানীয় বাসিন্ধা ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জমশেদ আলী, জাহের আলী, খলিলুর রহমান, নুর মিয়া, বাছিদ মিয়া, রেজাউল হোসেন, শাহিন মিয়া ফরিদ মিয়া, আব্দুল হক, যুব মহিলা সংস্থার নেত্রী রানু বেগম সহ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।