সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী’র সমর্থনে নির্বাচনী পথসভা 

স্টাফ রিপোর্টার:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ সাদিক এর সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে বিশ্বম্ভপুর উপজেলার পলাশ বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।  জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

প্রধান অতিথি’র বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মের নিরাপত্তা এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। স্মার্ট বাংলাদেশ তরুণ প্রজন্মের ড্রিম। এই স্মার্ট বাংলাদেশকে যেন আমরা রাজনৈতিকভাবে বিজয়ী করতে পারি, আন্দোলনের মাঠে বিজয়ী করতে পারি এবং নিরঙ্কুশ ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করতে পারি-সেটিই আমাদের লক্ষ্য। 

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরবাসী আজ ঐক্যবদ্ধ। সাধারণ মানুষ দীর্ঘ দশটি বছর পরে এই আসনে আওয়ামী লীগের মনোনীত একজন প্রার্থী পেয়েছেন। আমার কথা দিয়েছিলাম এই আসনে নৌকা প্রতীক নিয়ে আসবো, আমরা নৌকা প্রতীক নিয়ে এসেছি। এখন আপনারা আগামী ৭ই জানুয়ারি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে ড. মোহাম্মদ সাদিককে বিপুল ভোটে বিজয়ী করবেন এই আহ্বান জানাচ্ছি। আমরা আশাবাদী সুনামগঞ্জ-৪ আসনে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। 

পথসভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন, বিশম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মন, বিশম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইমলাম কামরুল প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বপন রায় সফু, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজ্বী আবুল কালাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতি বখত, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ