তাহিরপুর-বাদাঘাট সড়ক নির্মাণে লাখো মানুষের ভোগান্তি দূর হবে-অমল কর

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর তাহিরপুরের জনগুরুত্বপূর্ণ সড়ক ‘উপজেলা হেডকোয়াটার থেকে-বাদাঘাট সড়ক নির্মাণে দরপত্র আহবানের অনুমিতসহ প্রাক্কলন অনুমোদন হওয়ায় এক বিবৃতিতে তিনি বলেছেন, তাহিরপুর-বাদাঘাট সড়কটি তাহিরপুরবাসীর দীর্ঘ দিনের দাবি ছিলো। মাননীয় সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের প্রচেষ্টায় আমাদের নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার প্রতি সুদৃষ্টি থাকায় আজ আমাদের আরোও একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাহিরপুর-বাদাঘাট সড়কটি নির্মাণ হলে লাখো মানুষের ভোগান্তি দূর হবে।

অমল কান্তি কর বলেন, দীর্ঘ ৩০বছর পর হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তাহিরপুরের জনগুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণে ৯২কোটি ৫৬লাখ ৮৫ হাজার টাকা ব্যায়ে দরপত্র আহবানের অনুমিতসহ প্রাক্কলন অনুমোদন
হওয়ায় হাওর বাসী অতন্ত্য আনন্দিত। তাহিরপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও স্থানীয় সংসদসদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, বুধবার এসংক্রান্ত একটি চিঠি স্থানীয় সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন তার নিজেস্ব ফেসবুকে বিষয়টি শেয়ার করার পর থেকে উপজেলা জুড়ে এ আনন্দ জোয়ার বইছে। এতে বাদাঘাট, উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর এ তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের উপজেলা সদরের সাথে যাতায়াতে ভোগান্তি দূর হবে।

নিউজটি শেয়ার করুনঃ